জাগো লাইভ২৪.কম | আপডেট: 11:53 PM, October 19, 2019
Home» » রোববার জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি
রোববার জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি
ঢাকা: জাপান সরকারের আমন্ত্রণে দেশটির নতুন সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণের অনুষ্ঠনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি অ্যাড. মো. আবদুল হামিদ। রোববার (২০ অক্টোবর) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি রাষ্ট্রপতি সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজে অংশ নেবেন। আগামী ২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।
জানা গেছে, ২২ অক্টোবর টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় ওই আয়োজনে ১৭০টির দেশের বিভিন্ন পর্যায়ের ২ হাজার অতিথি অংশ নেবে।