জাগো লাইভ২৪.কম | আপডেট: 6:29 PM, May 31, 2020
এসএসসির ও সমমানের পাসের হার ৮২.৮৭ শতাংশ
ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের গড় পাসের ৮২.৮৭ শতাংশ। যা গত বছরের চেয়ে শূন্য দশমিক ৬৭ শতাংশ বেশি। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।
রবিবার (৩১ মে) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসির সাধারণ ৯টি বোর্ডের পাসের হার ৮৩.৭৫ শতাংশ। মাদরাসা বোর্ডের পাসের হার ৮২.৫১ শতাংশ এবং কারাগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২.৭০ শতাংশ।
রাজশাহী বোর্ডের পাসের হার ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডের হার ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা বোর্ডের ৮৫.২২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডের ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৮২.৭৩ শতাংশ, ঢাকা বোর্ডের পাশের হার ৮২.৩৪ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৮০.১৩ শতাংশ, বরিশাল বোর্ডের ৭৯.৭০ শতাংশ এবং সিলেট বোর্ডের পাসের হার ৭৮.৮৯ শতাংশ।