Home»   » দেশজুড়ে মাদক কারবারির তাণ্ডব বেড়েই চলেছে

দেশজুড়ে মাদক কারবারির তাণ্ডব বেড়েই চলেছে

ঢাকা: দেশজুড়ে মাদক কারবারির তাণ্ডব বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে প্রতিদিনই হাজার হাজার মাদক উদ্ধার হচ্ছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য দিলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সংস্থাটি বলছে, রাজধানী ঢাকাজুড়ে সাড়ে তিন হাজার মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে । মাদক ব্যবসায় জড়িত এই সাড়ে তিন হাজার ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ীরা কেউ সরাসরি এই কাজে জড়িত, কেউ পৃষ্ঠপোষক, আবার কেউ বিনিয়োগকারী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।