Home»   » বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলার নির্দেশ!

বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলার নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের একটি বেঞ্চ আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে বিচার চলাকালে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ‘এটা সম্মানার্থে।’ আদালত বলেন, ‘ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।’ পরে ওই আদালতকক্ষের বাইরে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন গণমাধ্যমকে বলেন, ‘এই নির্দেশনা কেবল এই একটি বেঞ্চের জন্য।’