Home»   » শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অভিজ্ঞ অফ স্পিনার মোহাম্মদ নবীর বোলিংয়ে (৪/৪৪) শ্রীলঙ্কাকে ২৯৪ রানে অল আউট করে আফগানিস্তান। শ্রীলঙ্কার টপ অর্ডার কুশল মেন্ডিজ এদিন ব্যাটে ঝড় তুলেছেন।৮৭ বলে ১৯ বাউন্ডারি, ৯ ছক্কায় ১৫৮ করে রিটায়ার্ড করেছেন। তাকে ব্যাটিংয়ে সঙ্গ দিতে পারেনি শ্রীলঙ্কার কেউ। তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি।

জবাব দিতে এসে ৪২ ওভারে ২৫৭ রানের টার্গেট ২৩ বল হাতে রেখে পাড়ি দিয়েছে আফগানিস্তান। তা সম্ভব হয়েছে দ্বিতীয় উইকেট জুটিতে গুরবাজ-রাহমত শাহ’র ১৫২ বলে ২১২ রানে। রাহমানুল্লাহ গুরবাজ ৯২ বলে ৮ চার, ৯ ছক্কায় ১১৯ রান করে রিটায়ার্ড করেছেন। ৮২ বলে ১১ বাউন্ডারি, ২ ছক্কায় ৯৩ রানের মাথায় অন্যদের ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দিতে উঠে গেছেন রাহমাত শাহ। বোলিংয়ের পর ব্যাটিং প্র্যাকটিসটাও ভাল হয়েছে আফগানিস্তানের।