জাগো লাইভ২৪.কম | আপডেট: 10:14 PM, November 5, 2018
ঠাকুরগাঁওয়ের হরিপুরে শোকসভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম অধ্যক্ষ আমিনুল ইসলামের স্মরণে ‘শোক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হরিপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ শোক সভাটি অনুষ্ঠিত হয়।
শোকসভা শুরুতে বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হরিপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও ঠাকুরগাঁও-৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা আ’লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসির, জেলা কৃষক লীগ সম্পাদক পাবারুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফ্ফর আহমেদ মানিক, বালীয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, মরহুম আমিনুল ইসলামের কনিষ্ঠ পুত্র হরিপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইসায়মিন রিপা, হরিপুর যুব মহিলা লীগের সভাপতি শিখা রহমান। হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রানীশংকৈল উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস,কে মাসুদ রানা, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় প্রমুখ।
শোক সভাটি পরিচালনা করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
বক্তারা বলেন, মরহুম আমিনুল ইসলাম ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন। জনগণের অকুণ্ঠ ভালবাসা তিনি পেয়েছেন। সারাজীবন তিনি এলাকার মানুষের ভালোবেসে গেছেন। সবসময় তিনি জনগণের উন্নয়নে কাজ করেছেন। আজ আমরা এমন একটি মানুষকে হারালাম। আল্লাহ তায়ালা পরপারে উনাকে ভালো রাখবেন।
এরআগে গত ১৩ অক্টোবর দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে হরিপুর উপজেলার বকুয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আমিনুল ইসলাম। পরদিন পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।