জাগো লাইভ২৪.কম | আপডেট: 7:37 PM, April 28, 2020
Home» » হরিপুরে অসহায় বিধবাদের শুকনো ইফতার বিতরণ করলো অক্সিজেন
হরিপুরে অসহায় বিধবাদের শুকনো ইফতার বিতরণ করলো অক্সিজেন
জহরুল ইসলাম (জীবন) হরিপুুর/ ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের হরিপুরে অসহায় বিধবাদের শুকনো ইফতার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন।
মঙ্গলবার ইফতার বিতরনের উদ্বোধন করেন হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম ও উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন অক্সিজেন এর নির্বাহী পরিচালক মোঃ মোজাহেদুর ইসলাম ইমন,রোকন, সাইফ,বাশার ও সুমি।
ঠাকুরগাঁও হরিপুরে অক্সিজেনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান সাগর জানান যে-
প্রতিবছর রমজান মাসে অক্সিজেন সকল সদস্য ও উপদেষ্টাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। এবছর সারা বিশ্বে চলমান করোনা মহামারীর কারনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইফতার মাহফিলের টাকা সহ আরও কিছু টাকা দিয়ে এলাকার অসহায় বিধবাদের শুকনো ইফতার বিতরন করবো। সারাদেশে অঘোষিত এই লকডাউনে খাদ্য সংকটে রয়েছে কর্মহীন মানুষেরা।
বিধবারা এই সংকটের সবথেকে বড় স্বীকার। তাই হরিপুরের বিধবাদের পাশে দাঁড়ানোর আমাদের এই প্রয়াস। প্রাথমিকভাবে ২৩ টি বিধবাকে আমরা মুড়ি,ছোলা,খেজুর ও চিনি বিতরণ করেছি৷
আমি ধন্যবাদ জানাই সকল দাতা ও অক্সিজেনের কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে এবং আহ্বান জানাই এই দূর্যোগের সময়ে সকলে সাহায্যের হাত বাড়িতে দেওয়ার জন্য।
জাগো রাইভ/কেবিসি