জাগো লাইভ২৪.কম | আপডেট: 10:46 PM, May 11, 2018
Home» » জনপ্রিয় পালকি মিউজিকের ইউটিউব চ্যানেলের ‘ভেজাইল্ল ’
জনপ্রিয় পালকি মিউজিকের ইউটিউব চ্যানেলের ‘ভেজাইল্ল ’
বিনোদন ডেক্স: প্রযুক্তির বিস্তারে চলচ্চিত্র বা টিভি মিডিয়ার পাশাপাশি ইউটিউবের প্রতি আকৃষ্ট হয়ে উঠেছে বর্তমান প্রজন্ম।
আর সেই সুবাদে প্রতিনিয়ত অনলাইন মিডিয়ায় নানা রকম ভিডিও কন্টেন্ট নিয়ে চলছে বিভিন্ন ইউটিউব চ্যানেল।
তবে কয়টি ইউটিউব চ্যানেলইবা ভিউয়ারদের মনোরঞ্জন বা বিনোদনের খোরাক মেটাতে পারে?
এ ক্ষেত্রে নিয়মিত হাস্যরস্য ও শিক্ষামূলক নানা ভিডিওচিত্র নির্মাণ ও প্রকাশের মধ্য দিয়ে অগণিত ভিউয়ারের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে ইউটিউব চ্যানেল ‘পালকি মিউজিক’।
সম্প্রতি পালকিতে প্রকাশ পেয়েছে ক্ষ্যাপা ভাদাইম্মার হাসির নাটক ‘ভেজাইল্ল জসিম’। মোহাম্মদ জসিম উদ্দিনের রচনায় নতুন এই কৌতুকটির চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ কাউসার। নিশান ভিজ্যুয়াল সেন্টারের প্রযোজনায় এটি পরিবেশন করেছে পালকি মিউজিক।
গ্রামের ভেজাল প্রকৃতির যুবক জসিমকে ঘিরে আবৃত হয়েছে ভিজ্যুয়াল এ কৌতুকটির গল্প। এতে দেখা যায়- যেখানেই ভেজাল জসিমের উপস্থিতি সেখানেই ঘটে কোনো না কোনো অঘটন। যেন কোনো দৈব অশনি ভর হয়েছে জসিমের উপর।
কিংবা কোনো অভিশাপের গ্লানি বয়ে বেড়ায় যুবকটি। এমনি জসিমের অপয়া-অস্থির জীবন নিয়ে গড়ে উঠেছে ভিজ্যুয়াল কৌতুক ‘ভেজাইল্ল জসিম’।
প্রকাশের পর থেকে অনলাইন ভিউয়ারদের মধ্যে ভিডিওটি ব্যপক সাড়া পেলেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, মুন্নি, আলমগীর, জসিম, জ্যোতি, জান্নাতুল, সুমি এবং টুটুল।
https://www.youtube.net/watch?v=088-7JjOIYA
চমৎকার এ কৌতুকসহ ‘পালকি মিউজিক’-এর অন্যান্য পরিবেশনা দেখতে নিচের লিঙ্ক-এ ক্লিক করুণ-