জাগো লাইভ২৪.কম | আপডেট: 5:35 PM, April 30, 2021
Home» » ঈদে আসছেন সাত বছর আগের মিম!
ঈদে আসছেন সাত বছর আগের মিম!
ঢাকা: বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ার শুরু করেছিলেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। এরপর মডেলিং ও নাটকে অভিনয় করে নিয়মিত হন। পাশাপাশি সিনেমাতেও কাজ করেন।
একটা সময় পর্যন্ত মিম নাটকেরই নিয়মিত অভিনেত্রী ছিলেন। তবে এখন তিনি সিনেমার মানুষ। অনেক বছর ধরেই মিম কেবল সিনেমায় কাজ করছেন। গেলো বছর নিজের প্রযোজনায় শর্টফিল্মে অভিনয় করেছিলেন।
এদিকে আসন্ন ঈদে প্রচার হতে যাচ্ছে মিম অভিনীত নতুন একটি নাটক। কিন্তু তিনি তো নাটকে অভিনয় করেন না এখন। তাহলে নতুন নাটক কোত্থেকে এলো?
আসলে এই নাটকটি সাত বছর আগের। এর নাম ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। জানা গেছে, ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।
এই নাটোক নিয়ে মিম বলেন—‘আমার অভিনীত নাটক ঈদে প্রচার হবে এমন খবর জানতে অনেকেই ফোন দিয়েছেন। নতুন কাজের ব্যাপারেও এত ফোন পাইনি। এই নাটকের কথা ঠিকমতো মনেও নেই। যতদূর মনে পড়ে, এটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। সম্ভবত সাত বছর আগে কাজটি করেছিলাম। সেটি যে এতদিন প্রচার হয়নি তা জানতাম না।’