জাগো লাইভ২৪.কম | আপডেট: 5:25 PM, May 9, 2021
Home» » আক্রান্ত ৬ জনের সংস্পর্শে আসা কেউই সংক্রমিত হননি
আক্রান্ত ৬ জনের সংস্পর্শে আসা কেউই সংক্রমিত হননি
ঢাকা: ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ৬ জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ কথা বলা হয়।
এর আগে, শনিবার দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভারত ফেরত একজন রোগীর শরীরে করোনার এই নতুন ধরনটি শনাক্ত হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরণের অস্তিত্ব মেলে বাংলাদেশে। ঢাকার বনানীর ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় এই স্ট্রেইন পাওয়া যায় বলে নিশ্চিত করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল।
এছাড়া গত ৫ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা ছয়জনের দেহে করোনাভাইরাসের আরেক নতুন ধরন পাওয়া যায় বলে আইইডিসিআর থেকে জানানো হয়। রূপান্তরিত এই নতুন ধরন গত ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়।
শনিবার মহামারি এ ভাইরাসে ভারতে মারা গেছে চার হাজার একশ’ ৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৪২ হাজার ৩শ’ ৯৮ জন মানুষ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৯ হাজার ৩শ জন। মোট শনাক্ত ২ কোটি ২২ লাখের বেশি।