জাগো লাইভ২৪.কম | আপডেট: 7:03 PM, July 5, 2021
Home» » পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান: ইশা সাহা
পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান: ইশা সাহা
বিনোদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি পুলিশদের অভাব নেই। পান থেকে চুন খসলেই নায়িকাদের ট্রোলড হতে হয়। তাদের পোশাক নিয়েও নানা মুনির নানা মত। সম্প্রতি টেলি অভিনেত্রী শ্রুতি দাসকে সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণের জন্য লালবাজারে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। আকছাড় সাইবার ক্রাইমে ট্রোলিং, বুলিং নিয়ে অভিযোগ জানাচ্ছেন অভিনেত্রীরা। তবুও থেমে নেই আক্রমণের ঝড়।
নীতি পুলিশির সাম্প্রতিক শিকার অভিনেত্রী ইশা সাহা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ইশা। সম্প্রতি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ইশা। সেখানে বেগুনি রঙা হ্যান্ডলুম শাড়িতে ধরা দিয়েছেন ‘সোয়েটার’খ্যাত নায়িকা। অথচ সেই নিয়েও সমস্যা নেটিজেনদের একাংশের। এক নেট নাগরিক এই ছবির কমেন্ট বক্সে ইশার রুচি নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘দুনিয়াতে এত এত সুন্দর পোশাক রেখে কি যে পরেন আপনারা! কখনো টুকরা কাপড়, কখনো ছেঁড়া কাপড়, গামছা, লুঙি, ছেঁড়া বেডশিট! যাই হোক, পোশাক নির্বাচনে আরেকটু রুচিশীল হবেন।’
ছেড়ে দেওয়ার পাত্রী নন ইশাও। তিনি সপাটে জবাব দেন ট্রোলারকে। লেখেন, ‘অন্যদের পোশাক পাল্টাতে বলার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান।’ ইশার সমর্থনে এগিয়ে আসেন তার অনুরাগীরা।
দিন কয়েক আগেই ইশার বিরুদ্ধে ইন্দ্রনীল-বরখার ঘর ভাঙার অভিযোগ উঠেছিল। টলিপাড়ায় গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে ইশার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভাঙনের মুখে ইন্দ্রনীল সেনগুপ্ত-বরখা বিসতের ১৩ বছরের সংসার। যদিও সেই গুঞ্জন উড়িয়ে ইশা সাফ জানিয়েছিলেন, ‘এই ব্যাপারটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত আমি নিজে জানি না।’
আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে ইশার ক্যারিয়ারের সবচেয়ে চর্চিত প্রোজেক্ট ‘গোলন্দাজ’। এই সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী অর্থাৎ দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা। দুর্গাপুজায় মুক্তি পেতে চলেছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমা।