জাগো লাইভ২৪.কম | আপডেট: 1:39 PM, August 21, 2021
Home» » ভেতরে প্রচণ্ড ধোঁয়া, পানি পৌঁছানো যাচ্ছে না
ভেতরে প্রচণ্ড ধোঁয়া, পানি পৌঁছানো যাচ্ছে না
ঢাকা; রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তিন তলায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে। আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় ভবনের অনেক স্থানে ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।’
এর আগে সকাল ৯টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টেলিভিশনের পাশের একটি ছয়তলা ভবনের তিন তলা এ আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নেভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
এদিকে আগুন লাগার খবরে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই দিগ্বিদিক না পেয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে।