Home»   » ঢাকা কমিউনিটি হাসপাতালে অত্যাধুনিক পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা শুরু

ঢাকা কমিউনিটি হাসপাতালে অত্যাধুনিক পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হসপিটাল সুপারভাইজার স্বাধীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কমিউনিটি হসপিটাল কর্তৃপক্ষ একটি ডিজারে জানিয়েছেন, করােনা ভীতি আর নয়, বিধি মেনে করুন জয়। করোনা টেস্ট এর জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ:

কোভিড- ১৯ টেস্ট
যােগাযােগ
১৯০/১, বড় মগবাজার (ওয়ারলেস রেলগেট), ঢাকা-১২১৭।

www.dchtrust.org, www.cis-bd.org

হটলাইন: ০১৫৬৮৫১৫৯৩২।