Home»   » জায়েদ খানের বিরুদ্ধে মামলা করবেন না ওমর সানি

জায়েদ খানের বিরুদ্ধে মামলা করবেন না ওমর সানি

বিনোদন: বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন দুই অভিনেতা ওমর সানি ও জায়েদ খান। শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওমর সানি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন জায়েদের ওপর। তার জেরেই সেখানে জায়েদকে দেখামাত্র কষে এক চড় মারেন তিনি। হঠাৎ এমন চড় খেয়ে শিল্পী সমিতির সাবেক এই নেতা কোমর থেকে পিস্তল বের করে সানিকে উদ্দেশ্য করে বলেন, ‘গুলি করে দেব।’এ সময় ডিপজলসহ বিয়েতে উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এমন ঘটনার পর জায়েদের খানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে ওমর সানি বলেন, ‘ না, মামলা করব না। কারণ আমরা মামলাবাজ মানুষ না। এ ধরনের কোনো চিন্তা ভাবনাও নেই। কথায় কথায় মানুষকে হুমকি-ধামকি দেওয়া, মামলা করা— এরকম কোনো রেকর্ড আমাদের নেই। এমনকি আমার পরিবারের কেউ কখনও কারও বিরুদ্ধে মামলা করেনি।’

এ সময় নব্বই দশকের এই সুপারস্টার নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা উল্লেখ করে বলেন, ‘আমার ২৭ বছরের ক্যারিয়ার। এফডিসিতে গিয়ে বা আমার পরিচিতজনদের নিকট একটু খোঁজ নিয়ে দেখেন। আশা করি, আমার সম্পর্কে কোনোরকম নোংরা কিছু পাবেন না। আমি সবসময় মাটির দিকে তাকিয়ে পথ চলি।’

পাশাপাশি নিজের পরিবারের কথা উল্লেখ করে এই অভিনেতা আরও জানান, স্ত্রী, সন্তান ও পুত্রবধূ নিয়ে সবসময় মার্জিত জীবনযাপনের চেষ্টা করেন তিনি। পরিবারের সবাইকে নিয়ে নির্ভেজাল ও পরিচ্ছন্নভাবে চলাটাই তার কাম্য।