Home»   » প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল ভারত। তবে সেই অবস্থান থেকে ভারতকে তাদের মাঠে অনেকটাই মাটিতে নামিয়ে এনেছে সফরকারীরা। ঐতিহাসিক রান তাড়ায় প্রথম ম্যাচ জিতেছিল সফরকারীরা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচ সহজেই জিতল প্রোটিয়ারা। ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ওড়িশার বারাবাতি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভারত। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় মাত্র ১ রানের মাথায় বিদায় হলে দ্বিতীয় উইকেটে ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ২১ বলে ৩৪ রান করে দলীয় ৪৮ রানে আনরিখ নরকিয়ার বলে কিষান (২১ বলে ৩৪) ফিরে গেলে আবারও বিপদে পড়ে ভারত। শেষ দিকে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।

প্রথম ম্যাচে ২১১ রান তাড়া করে জয় পাওয়া প্রোটিয়াদের জন্য এই লক্ষ্য মামুলি। যদিও পাওয়ার প্লের মধ্যেই মাত্র ২৯ রানে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা আশার সঞ্চার করেন স্বাগতিক শিবিরে। তবে অধিনায়ক তেমবা বাভুমা এক প্রান্তে দৃঢ়তার সঙ্গে খেলেন ৩০ বলে ৩৫ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস।

তবে এদিন প্রোটিয়াদের হয়ে আক্ষরিক অর্থে ম্যাচজয়ী ইনিংসটি খেলেছেন পাঁচে নামা হেনরিখ ক্লাসেন। শুরুর ধাক্কা কাটিয়ে ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। দল যখন জয় থেকে আর মাত্র ৪ রান দূরে তখন হার্শাল প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন তিনি। তবে এই ক্লাসেনকে সঙ্গ দেওয়া প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক ডেভিড মিলার (১৫ বলে ২০*) ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন।