জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:53 AM, June 13, 2022
সব অপশক্তিকে পরাজিত করব: দীপু মনি
ঢাকা: একাত্তরের হাতিয়ার দিয়ে সকল অপশক্তি, সব ধরনের ভিন্ন হাতিয়ারকে পরাজিত করব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যারা পদ্মাসেতুকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, তারা কিন্তু আজকেও সক্রিয় আছে। এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রবিবার (১২ জুন) ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্রের মুক্তির দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, দেশ বিরোধী, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সমূলে উৎপাটন করতে হবে। তার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আস্ফালন করে, তাঁদেরকে বুঝিয়ে দিতে হবে। পঁচাত্তরের হাতিয়ার হচ্ছে নিঃসংশয় হত্যাকারীদের হাতিয়ার। পঁচাত্তরের হাতিয়ার ষড়যন্ত্রকারীদের হাতিয়ার। স্বাধীনতাকামী, মুক্তিকামী জনতার হাতিয়ার হচ্ছে একাত্তরের হাতিয়ার।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা যখন বিদেশে ছিলেন তখনও সংগ্রাম করেছেন। দেশের মধ্যে সেই কৈশোর থেকেই নানা আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর থেকে আওয়ামী লীগের নেতা হিসেবে এই দেশের প্রধান নেত্রী হিসেবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি আজকেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গণতন্ত্রকে নিষ্কণ্টক করতে। স্বাধীনতাবিরোধী সেই একই অপশক্তির বিরুদ্ধে লড়াই করছেন।
তিনি যুবলীগের নেতা-কর্মীর উদ্দেশ্যে বলেন, যারা একাত্তর, পঁচাত্তরের হত্যাকারী, ২০০১-২০০৬ সালের হত্যাকারী সেই হত্যাকারীরাই আবার আস্ফালন করছে। এই বাংলাদেশ বহু শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। তাদের রক্তে এই মাটি পবিত্র হয়েছে। এই পবিত্র মাটিতে ঘাতক ও ষড়যন্ত্রকারীর কোন স্থান হতে পারে না। অতএব, সকল ষড়যন্ত্রকারী ঘাতককে এই পবিত্র মাটি থেকে সমূলে উৎখাত করার জন্য আওয়ামী যুবলীগসহ সকল নেতা-কর্মীকে স্বাধীনতার পক্ষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।