Home»   » বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডের টস বিলম্বিত

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডের টস বিলম্বিত

খেলা: বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ-আয়ারল‌্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম‌্যাচের টস যথাসময়ে করা সম্ভব হয়নি। বিলম্বিত হচ্ছে টস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। দুই দলের ক্রিকেটাররাই মাঠে নেমে অনুশীলন করছেন। তবে চেমসফোর্ডের আকাশ মেঘাচ্ছন্ন। কখন টস হবে তা জানানো হয়নি। আয়ারল‌্যন্ড ক্রিকেট বোর্ড থেকে টুইট করে এমনটিই জানানো হয়েছে।

এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন‌্য আয়ারল‌্যান্ড নিজেদের দেশে সিরিজ আয়োজন না করে ইংল‌্যান্ডে নিয়ে গিয়েছিল। কিন্তু তাতেও খুব একটা সুফল পায়নি আইরিশ ক্রিকেট বোর্ড। প্রথম ম‌্যাচটি চলে যায় বৃষ্টির পেটে। এর ফলে আইরিশরা হারিয়েছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ। দ্বিতীয় ম‌্যাচও হুমকির মুখে।

প্রথম ম‌্যাচে প্রতিকূল কন্ডিশনে টস হেরে খেলতে নেমে বাংলাদেশ বাজে শুরুর পরও শেষ পর্যন্ত অলআউট না হয়ে ৯ উইকেটে ২৪৬ রান করেছিল। বর্তমান সময়ে এই রান মোটেই নিরাপদ না হলেও কন্ডিশন বিবেচনায় তা আবার বেশ পোক্ত ছিল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আইরিশদের ৩ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বোলররা। খেলা হয়েছিল ১৬.৩ ওভার।