জাগো লাইভ২৪.কম | আপডেট: 4:26 PM, May 12, 2023
Home» » আইন লঙ্ঘন করে ধূমপানে উৎসাহিত করছেন শাকিব-নিশো!
আইন লঙ্ঘন করে ধূমপানে উৎসাহিত করছেন শাকিব-নিশো!
বিনোদন: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে ধূমপানে উৎসাহিত করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
শাকিব খান তার আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র কাজ শুরু করেছেন বুধবার (১০ মে)। নানা আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে লাইট ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়ায় আবারও সরব হয়েছেন এই নায়ক। শুটিংয়ের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে প্রকাশ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমার অফিশিয়াল ফার্স্টলুক পোস্টার। যেখানে দেখা গেছে, শাকিব খান বড় চুলে ঝুঁটি বেঁধে জ্বলন্ত সিগারেট ঠোঁটে রেখেছেন আদরে যত্নে। এই পোস্টারটি প্রকাশের পর থেকেই মুহূর্তেই ভাইরাল বনে যায় স্যোশাল মিডিয়ায়।
এদিকে আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী’র পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এই সিনেমার মাধ্যমেই ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন নিশো।
সিনেমার পোস্টারে ধূমপানের দৃশ্য, তামাক বিরোধী জোটের নিন্দাসিনেমার পোস্টারে ধূমপানের দৃশ্য, তামাক বিরোধী জোটের নিন্দা
বুধবার (১০ মে) প্রকাশিত হয়েছে এই সিনেমার ফার্স্টলুক ভিডিও। এতে দেখা যায় সুড়ঙ্গ পথে প্রবেশ করে নিশো ধূমপান করছেন। শাকিব খানের পোস্টারে ধূমপানের সতর্কবার্তা না থাকলেও নিশোর ভিডিওতে সেটা রয়েছে।
তবে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ (১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি-প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোনো বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড, ইন্টারনেট, সাইনবোর্ডে বা অন্য কোনোভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করবেন না বা করাবেন না; কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনরায় একই ধরনের অপরাধ করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।
আইনের ক্ষেত্রে আরও বলা আছে, নাটক, সিনেমায় তামাক ব্যবহার বা ধূমপানের দৃশ্য সতর্কীকরণসহ এবং আরও কিছু শর্ত মেনে হতে পারে, তবে অবশ্যই যদি দৃশ্যটি দেখানো অনিবার্য হয়, না হলে হবে না। এক্ষেত্রে সতর্কীকরণসহ দেওয়ারও কোনো বিধান নেই। আর তবে কোনো দৃশ্যে ধূমপান একান্ত গুরুত্বপূর্ণ হলে সেই ক্ষেত্রে সতর্কীকরণের বার্তার লেখার নির্দিষ্ট সাইজ ও নিয়ম অনুপাতে বার্তাটি কত সময় স্ক্রিনে থাকবে তা নির্ধারণ করতে হবে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের এই ধারা অনুযায়ী শাকিব খান ও আফরান নিশো দুজনেই আইন লঙ্ঘন করে ধূমপানে উৎসাহিত করছেন এটা নির্ধিদ্বায় বলা যায়।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার বলেন, ‘আমি এটা এখনো দেখিনি। আপনার কাছে যদি কোনো কপি থাকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আইনের লঙ্ঘন হলে তবে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জনস্বাস্থ্য আইনজীবী ও নীতিবিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘পোস্টারে এ ধরনের ধূমপানের দৃশ্য দেখানো তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। তামাক নিয়ন্ত্রণ আইনের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার উচিত এ ধরনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা।’
গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন)’ এর নির্বাহী পরিচালক এহসানুল হক জসীম বলেন, ‘তামাক কোম্পানিগুলো সিগারেটসহ তামাকজাত দ্রব্যের দীর্ঘমেয়াদি ভোক্তা বা ধূমপায়ী তৈরির জন্য তরুণদেরকে টার্গেট করে থাকে। সরাসরি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার পথ রুদ্ধ থাকায় তামাক কোম্পানিগুলো খুবই চতুরতার সঙ্গে নাটক-সিনেমার মাধ্যমে প্রচারণার কাজ চালায়, যাতে তরুণরা তামাক ব্যবহারে উৎসাহিত হয়।’
‘জ্বীন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা‘জ্বীন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা
‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজারে ধূমপানের চিত্র প্রদর্শন আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে এই তামাক নিয়ন্ত্রণ গবেষক বলেন, ‘শাকিব খান এবং আফরান নিশো বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা। তাদেরকে অনেক তরুণ অনুসরণ করে। সেই তরুণরা যখন তাদের প্রিয় অভিনেতাকে ধূমপানের দৃশ্যে দেখবে, তখন তাদের অনেকে ধূমপানে উৎসাহিত হবে। তামাক কোম্পানিগুলো এভাবে অনেক অভিনেতা-অভিনেত্রী ও নাটক-সিনেমাকে তাদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে। শাকিব খান ও নিশো কোনো তামাক কোম্পানি কর্তৃক ব্যবহৃত হয়েছেন কি না জানা নেই; তবে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই পোস্টার ও টিজার ভিডিও অপসারণের পাশাপাশি সিনেমায়ও যাতে ধূমপানের দৃশ্য না দেখানো হয়, সেই দাবি জানাচ্ছি।’
এ সম্পর্কে ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘পোস্টার বা ইমেজে কোনো সতর্কবার্তা লাগে আমি এটা জানি না। আমি জানি সিনেমায় এটা লাগে। যদি সেরকম আইন থাকে তবে অবশ্যই এডিট করে সতর্কবার্তা আমরা দিয়ে দেব।’
বিভিন্ন গণমাধ্যমে ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারের সংবাদ প্রকাশিত হলেও আইনের লঙ্ঘনের কথা শুনে হিমেল আশরাফ এটি সিনেমার পোস্টার নয় বলে অস্বীকার করে বলেন, ‘এটি সিনেমার পোস্টার নয়। এটি এমনটিতেই আমরা ছেড়েছি।’
সিগারেটের দৃশ্যে তামাক আইনের লঙ্ঘনের প্রশ্নে সুড়ঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন, ‘ফার্স্টলুক প্রকাশের পর থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সিগারেটের দৃশ্য দেখানো যায়। তবে সেখানে নিচে লিখে দিতে হবে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। আমরা সেটা লিখে দিয়েছি। গল্পের প্রয়োজনেই এটা আসলে করা হয়েছে। সিনেমা না দেখলে এটা বোঝানো যাবে না। আর আইন সম্পর্কে এখনো আমি জানি না। কী অনিয়ম হয়েছে সেটা আইন ভালোভাবে জেনে তারপর আরও ভালোভাবে বলতে পারব।’