জাগো লাইভ২৪.কম | আপডেট: 4:39 PM, May 12, 2023
Home» » নার্স দিবস উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর বর্ণাঢ্য র্যালি
নার্স দিবস উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক: আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) এই বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসি।
বর্ণাঢ্য র্যালিটি ঢাকা নার্সিং কলেজের সামনে থেকে শুরু হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস হয়ে আবার ঢাকা নার্সিং কলেজের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) ডাঃ স্বপন কুমার মন্ডল, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার রাশিদা আক্তার, নিয়ানারের পরিচালক তাসলিমা আক্তার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ শিরিন আকতার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান এবং ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ও বিভিন্ন হাসপাতালের নার্সিং কর্মকর্তা, নার্সি কলেজ সমূহের ছাত্র-ছাত্রীবৃন্দ।