জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:05 PM, August 21, 2023
Home» » স্বর্ণের ব্যবসায় লসের আশঙ্কা নেই : সাকিব
স্বর্ণের ব্যবসায় লসের আশঙ্কা নেই : সাকিব
ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান একজন দুর্দান্ত ক্রিকেটারের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিব বলেছেন, স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা। এ ব্যবসায় লসের সম্ভাবনা নেই।
এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি এর আগে এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করেছেন। আশরাফুল জানান, আবারও এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।
স্বর্ণের ব্যবসা সম্পর্কে সাকিব বলেন, ‘আদিকাল থেকে ইতিহাস বলে স্বর্ণের ব্যবস্থা বাস্তবসম্মত ব্যবসা, ভালো ব্যবসা। কখনও শুনিনি স্বর্ণের দাম কমে। কেউ স্বর্ণ কিনে রাখলেও লস হওয়ার সম্ভাবনা নেই। বিনোয়োগ হিসেবে দেখলে ডায়মন্ডের চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো।’
এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিব-আশরাফুল। ছবি: সংগৃহীত
এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিব-আশরাফুল। ছবি: সংগৃহীত
দুবাই ভিত্তিক এনআরআই জুয়েলারির মালিকানায় রয়েছেন ফেনীর তিন প্রবাসী নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইব্রাহিম। তাদের নামেই এনআরআই-এর নাম নামকরণ হয়েছে। তাদের মালিকানায় আমিরাতে ৪টি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।