জাগো লাইভ২৪.কম | আপডেট: 2:53 AM, October 27, 2018
Home» » ঠাকুরগাঁওয়ে শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে মাসব্যপী ঠাকুরগাঁও শিল্প ও বাণিজ্য মেলা-২০১৮ উদ্বোধন হয়েছে।
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিক ভাবে মোলার উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু।
পরে এ উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আলহাজ্জ্ব মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি আলহাজ্জ্ব আব্দুস সালাম হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
উল্লেখ্য যে উক্ত মেলায় বিভিন্ন স্থান থেকে আগত আসবাবপত্র, খাবার, কসমেটিক্স, কাপড়, জুতা সহ ৭০টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।
আরও উল্লেখ্য যে, মেলায় প্রথম দিনেই জনসাধারণে ভির ছিলো চোখে পড়ার মতো। তাই মেলা কমিটি মনে করছে যে, গতবারের তুলনায় এবার মেলা আরও বেশি জমজমাট হয়ে উঠবে।