জাগো লাইভ২৪.কম | আপডেট: 9:04 PM, October 29, 2018
গড়েয়া ফাজিল মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ফাজিল মাদ্রসায় ২০১৮ সালের জে.ডি.সি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আখতারুল ইসলাম আকতার এর সভাপতিত্বে সোমবার দুপুরে গড়েয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের প্রতিটি জায়গায় উন্নয়ন হয়েছে। এর জন্য শুধু দেশেই নয় বিদেশেও প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রি। বর্তমানে প্রায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি আমরা। শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার খুবই আন্তরিক, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতিটি স্কুলে স্কুলে বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে, যা এক মাত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ ও জননেত্রী শেখ হাসিনাই অসম্ভব কে সম্ভব করেছেন।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান সকলকে।
অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা জনাব মারুফ হোসেন ।
এছাড়াও পরিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ সোলায়মান আলী, মাও: শাহ্ জালাল ভূঁইয়া, মাদরাসার সহ সভাপতি আলহাজ্ব এনামুল হক, গর্ভনিং বডির সদস্য আমিনুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন, ১৩ নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-ইউনুস আলী, ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক-রবীন্দ্রনাথ মোদক, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, ঠাকুরগাঁও জেলা ওলামা লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল । গড়েয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন , ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ আহমেদ শাহ প্রমূখ।