Home»   » ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মধ্যে দশ টাকা কেজির চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মধ্যে দশ টাকা কেজির চাল বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:   ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় গড়েয়া হাটের ধান হাটির সরকারি ঘরে, ঠাকুরগাঁও খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজিতে চাল বিতরণ করা হয়।

এসময় প্রকল্প ডিলার রবীন্দ্র নাথ মোদক বলেন, হতদরিদ্র যাদের নামের তালিকা ও কার্ড আছে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে , বর্তমান সরকার সর্ব প্রথম শুরু করে বয়স্ক ভাতা,ভিজিটি,ভিজিএফ, দুঃস্থ ভাতা, মহিলাদের গর্ভকালীন ভাতা, বছরের প্রথম সপ্তাহে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া ,এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান , ইতি পূর্বে কোন সরকারই এই পদক্ষেপ গুলো গ্রহণ করেনি ।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে প্রথম বয়স্ক ভাতা শুরু করেছেন । বর্তমান সরকার উন্নয়নের সরকার বাজারে ৩৮ থেকে ৪০ টাকা দরে চাল কিনে খরচ সহ প্রায় ৫৪টাকা পরে কিন্তু সেই চাল গরীবদের মাঝে ১০টাকায় দিচ্ছে । দেশের উন্নয়নে জন্য যা যা করতে লাগে বর্তমান সরকার তাই করে যাচ্ছেন ।
তাই এই উন্নয়নকে ধরে রাখতে হলে, আপনাদের কে আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে ।

স্বল্প মূল্যে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ মোদক ,সাবেক ইউপি সদস্য আঃ মজিবর মেম্বার, আশরাফুল ইসলাম, নিখিল চন্দ্র রায়,৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আঃ খলিল সহ স্থানীয়রা ।