জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:32 PM, February 18, 2019
Home» » সোবহানের মৃত্যুতেশোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব র্মিজা ফখরুল
সোবহানের মৃত্যুতেশোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব র্মিজা ফখরুল
ঢাকা: নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অফিস স্টাফ আলহাজ্ব এম এ সোবহান মিয়া রবিবার (১৭ ফেব্রুয়ারি) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এম এ সোবহান মিয়া’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষ্যরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘আলহাজ্ব এম এ সোবহান মিয়ার মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে ব্যাথিত হয়েছি।
মরহুম সোবহান মিয়া বিএনপির জন্মলগ্ন থেকে অফিস স্টাফ হিসেবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি কার্যালয়ের স্টাফ হিসেবে সকল প্রতিকুলতার মুখে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বিএনপি কার্যালয়ের স্টাফ হলেও রাজরোষ থেকে রেহাই পাননি।’
তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের পুলিশ কার্যালয়ের অভ্যন্তরে বেশ কয়েকবার হানা দিয়ে অন্যান্য নেতাদের সাথে এই বয়োবৃদ্ধ ব্যক্তিকেও আটক করতে দ্বিধা করেনি। দলীয় কার্যালয়ে দীর্ঘদিন তিনি যে নিঃস্বার্থ সেবা দান করেছেন তা দলের নেতাকর্মীদের মধ্যে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পরহেজগার, বিনয়ী, সৎ ও সজ্জন স্বভাবের অধিকারী মরহুম সোবহান মিয়া দলের সকলের নিকট ছিলেন শ্রদ্ধেয়।
তিনি বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন এম এ সোবহান মিয়াকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন।’