Home»   » প্রেমের জেরে মেয়ের বাবাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

প্রেমের জেরে মেয়ের বাবাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার দিলুরোডে প্রেমের জেরে মেয়ের বাবাকে কুপিয়ে হত্যা। ঐ ঘটনায় মেয়ের মা ঢামেকে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে মেয়ের বাবার মরদেহ মগবাজার ইনসাফ বারাকহ হাসপতাল থেকে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলের ফাঁড়ির অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্রমতে, মৃত ওই কনের বাবার নাম তুলা মিয়া (৪৭)। এবং মায়ের নাম ফিরোজা বেগম।

 

এই ঘটনায় কনে মা ও মারাত্মক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ইনসাফ মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে কনের বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় রক্তাক্ত হয়েছেন কনের মাও। পুলিশ সূত্রে জানা যায়, হাতিরঝিল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করেন।

 

এই ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ঘাতক যুবক যাতে না জানতে পারে এইজন্য
১০-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনের মাধ্যমে মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। যে কোনভাবেই ঘাতক বিয়ের অনুষ্ঠানে ঢুকে মেয়ের পরিবারের সাথে ঝামেলা তৈরি করে। এক পর্যায়ে ঘাতক যুবক ক্ষিপ্ত হয়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। এই ছুরির আঘাতে তোলা মিয়া রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।

 

আব্দুর রশিদ আরো বলেন, ওই যুবককে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকেরা আহত দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেয়া হলে হসপিটাল কর্তৃপক্ষ কনের বাবাকে মৃত ঘোষণা করে। এবং তার মাকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে হাতিরঝিল থানা পুলিশ ওই যুবককে আটক করে। ওই যুবকের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

সূত্রে জানা যায়, ঘাতক ঐই যুবক দীর্ঘদিন ধরে তুলা মিয়ার মেয়েকে পছন্দ করতেন কিন্তু তোলা মিয়ার মেয়ে ওই যুবককে পছন্দ করতেন না এইজন্য যুবক তার মেয়েকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়রানি করতো। বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, ঘাতক ওই যুবক বিভিন্ন সময় বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতো। আজও সেই মাদক সেবন করে এই ঘটনাটি ঘটিয়েছে।

 

জাগো লাইভ/ টিআই/বেবী