জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:14 AM, August 3, 2019
Home» » ভারতের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলি
ভারতের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলি
খেলাধুলা ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়ে কয়েক দিন গরম ছিল ক্রীড়াঙ্গন। বর্তমান কোচ রবি শাস্ত্রির বদলে অনেকেই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছিলেন শচীন-সৌরভ-শেবাগদের নাম।
পরবর্তীতে কোচ চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে বিজ্ঞাপন দিয়েছিল তাতে আবেদন করার যোগ্যতাই নেই এ তিন মহারথির! তবে এবার ভারতের অধিনায়ক হওয়ার ইচ্ছার কথা নিজেই জানালেন সৌরভ গাঙ্গুলি।
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘আপাতত অনেকগুলো কাজ হাতে আছে। আইএসএল, সিএবি, টিভি শো, আরও অনেককিছু। তাই এবার আবেদন করিনি। সব কাজগুলো সেরে ফেলি। অবশ্যই ভারতীয় দলের কোচ হতে চাই। এই পদ পেলে ভালই লাগবে।’
উল্লেখ্য, ভারতীয় দলের নতুন কোচের জন্য বিজ্ঞাপনের পর অনেকের আবেদনই জমা পড়েছে। বর্তমান কোচ রবি শাস্ত্রিই থেকে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাকে বেশ প্রতিযোগিতার মধ্য দিয়েই যেতে হবে। ইতোমধ্যেই কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছেন টম মুডি, মাইক হেসন, রবিন সিং, লালচাঁদ রাজপুত, গ্যারি কার্স্টেনের মতো হেভিওয়েটরা।