Home»   » কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে এনা ট্রান্সপোর্ট’র ত্রান সামগ্রী বিতরন

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে এনা ট্রান্সপোর্ট’র ত্রান সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে বন্যায় দিশেহারা মানুষদের পাশে দাড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এনা ট্রান্সপোর্ট। বন্যার্তদের মুখে কিছু সময় হাসি দেখতে তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে এনা ট্রান্সপোর্ট নামের পরিবহন প্রতিষ্ঠানটি।

 

আজ ২ আগস্ট শুক্রবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর এলাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন তারা।

 

এনা ট্রান্সপোর্টের ত্রানে জনপ্রতি দেওয়া হয়েছে ৫ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ২০ পিচ স্যালাইন, ১২পিচ দিয়াশলাই, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১শ’পিচ, ২ কেজি আলু ও ২ প্যাকেট বিস্কুট।

এ সময় উপস্থিত ছিলেন এনা ট্রান্সপোর্ট’র জেনারেল ম্যানেজার (জিএম) সৈয়দ আতিকুল ইসলাম, মো আনিছুর রহমান , এজিএম মো. মিজানুর রহমান রংপুর জোনের ম্যানেজার গাজি, কুড়িগ্রাম কাউন্টার ম্যানেজার রফিকুল ইসলাম , উলিপুর কাউন্টারের ম্যানেজার লিটন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ, প্রেসক্লাব সহ-সভাপতি রেজাউল করিম রেজা সহ আরো অনেকে।