Home»   » জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার শাকিবের চতুর্থ, শুভর প্রথম

জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার শাকিবের চতুর্থ, শুভর প্রথম

ঢাকা: ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের বিজয়ী শিল্পী-কলাকুশলীদের তালিকা প্রকাশ করা হয়েছে। যথাক্রমে দুই বছরের সেরা চলচ্চিত্র হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পুত্র’।

২০১৭ সালে সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দু’জন। ‘সত্তা’ সিনেমার জন্য শাকিব খান, এবং ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য আরিফিন শুভ। এর মাধ্যমে শাকিব খান চতুর্থবার এবং শুভ প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। অন্যদিকে একই বছরের সেরা অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা (হালদা)।

২০১৮ সালের সেরা অভিনেতা হয়েছেন যৌথভাবে ফেরদৌস (পুত্র) এবং সায়মন সাদিক (জান্নাত)। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জয়া আহসান (দেবী)।

২০১৭ সালের আজীবন সম্মাননা পাচ্ছেন এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী সুজাতা। ২০১৮ সালে এই সম্মাননা পাচ্ছেন এম এ আলমগীর ও প্রবীর মিত্র।

২০১৭ সালের অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে রয়েছেন- বদরুল আনাম সৌদ (শ্রেষ্ঠ পরিচালক), মোঃ শাহাদাৎ হোসেন (শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা), সুবর্ণা মুস্তাফা ও রুনা খান (শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী), জাহিদ হাসান (শ্রেষ্ঠ খল অভিনেতা), জেমস (শ্রেষ্ঠ গায়ক), মমতাজ (শ্রেষ্ঠ গায়িকা), সেজুল হোসেন (শ্রেষ্ঠ গীতিকার), ফরিদ আহমেদ (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক) ও বাপ্পা মজুমদার (শ্রেষ্ঠ সুরকার) প্রমুখ।

২০১৮ সালের অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে আছেন- মোস্তাফিজুর রহমান মানিক (শ্রেষ্ঠ পরিচালক), আলী রাজ (শ্রেষ্ঠ পার্শ চরিত্রাভিনেতা), সুচরিতা (শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেত্রী), সাদেক বাচ্চু (শ্রেষ্ঠ খল অভিনেতা), মোশারর করিম ও আফজাল শরীফ (শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা), ইমন সাহা (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক), রাতুল (শ্রেষ্ঠ গায়ক), সাবিনা ইয়াসমিন ও আঁখি আলমগীর (শ্রেষ্ঠ গায়িকা), কবির বকুল ও জুকফিকার রাসেল (শ্রেষ্ঠ গীতিকার) ও রুনা লায়লা (শ্রেষ্ঠ সুরকার) প্রমুখ।