জাগো লাইভ২৪.কম | আপডেট: 10:47 AM, November 19, 2019
Home» » সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি
সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি
ঢাকা: ‘শুধু বন্ধুত্ব’ বলে দাবি করলেও সৃজিত-মিথিলার সম্পর্কটা অবশেষে বিয়েতে গড়াচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন তারা। ইতোমধ্যে দুই পরিবারের মধ্যেও নাকি আলাপ-আলোচনা হয়েছে। খবরটি জানালো ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
কয়েক মাস ধরেই ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কে আছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলা। বিভিন্ন সময় তাদেরকে একসঙ্গে দেখা গেছে। ব্যক্তিগত অনুষ্ঠান কিংবা বড় কোনো আয়োজন; সবখানেই জোড়া বেঁধে হাজির হয়েছেন সৃজিত ও মিথিলা।
গত সপ্তাহে বাংলাদেশে আসেন সৃজিত মুখার্জি। ওই সময় তিনি মিথিলার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের বিয়ে নিয়ে আলাপ করেন। পরে তারা দু’জন ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট উপভোগ করেন।
মিথিলা এর আগে সংসার করেছেন বাংলাদেশের গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে। তারা দীর্ঘ ১৩ বছর সম্পর্কে ছিলেন। সেই সংসারে মিথিলার একটি মেয়ে রয়েছে। অন্যদিকে সৃজিত মুখার্জিত বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও বিয়ে করেননি।
উল্লেখ্য, সৃজিত ও মিথিলার সম্পর্কের সূচনা হয় সঙ্গীত তারকা অর্ণবের একটি গানের সুবাদে। যেখানে মডেল হয়েছিলেন সৃজিত ও মিথিলা। এরপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।