জাগো লাইভ২৪.কম | আপডেট: 1:06 PM, November 24, 2019
Home» » কৃষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা
কৃষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক কৃষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ নভেম্বর) রাতে কলারোয়ার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
দুর্বৃত্তায়নের শিকার কৃষকের নাম সুলতান দালাল (৫০)। তিনি কলারোয়া উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন সুলতান জানান, শনিবার রাতে উপজেলার মাদ্রা বাজার থেকে সদাই করে বাড়ি ফেরার পথে দুইজন লোক মোটরসাইকেলে এসে আমার গতিরোধ করে এবং একজন আমার মুখে টর্চ লাইট ধরে রাখে এবং অপরজন পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির-উল-গিয়াস জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।