জাগো লাইভ২৪.কম | আপডেট: 6:40 PM, April 10, 2018
Home» » প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে: ডিএমপি কমিশনার
প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, উপাচার্যের বাসভবনে হামলার প্রমাণ সংগ্রহ চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, তদন্ত একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ইতোমধ্যে অনেক প্রমাণ সংগ্রহ করেছি। প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। অনেক চাক্ষুষ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। দুষ্কৃতকারীরা তারা শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা খোলে নেয়নি, হার্ডডিস্কও নিয়ে নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরো সিসিটিভি ক্যামেরা আছে। মিডিয়ার ফুটেজ আছে। আমরা নিজেরাও অনেক প্রমাণ পেয়েছি।
তিনি বলেন, আন্দোলনকে ইস্যু করে যারা ফেসবুকে উস্কানি দিয়েছে সে বিষয়েও আমরা খতিয়ে দেখছি। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।