জাগো লাইভ২৪.কম | আপডেট: 11:30 PM, March 7, 2020
Home» » রাজধানীর মগবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এমনটাই দাবি করেছেন স্থানীয়রা
রাজধানীর মগবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এমনটাই দাবি করেছেন স্থানীয়রা
ঢাকা: রাজধানীর মগবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। শনিবার (৭ মার্চ) রাত আটটা ২০ মিনিটে হাতিরঝিল সংশ্লিষ্ট ব্যায়ামের গলি ও নিউ ইস্কাটন এর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ব্যায়ামের গলিতে হাইম্যাক্স ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের একটি গাড়ি ব্রেক ফেল করে। এর ফলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এই সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। এরমধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু, দুজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজন শিশু শারীরিকভাবে পঙ্গু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় আরিফ নামের এক ব্যক্তি বলেন, এ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অধিকাংশ শিশু। তবে সকলের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ঘাতক ড্রাইভার ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। আহত ব্যক্তিরা হলেন- নাসরিন আক্তার, আরিফ ও রাসূলসহ বেশ কয়েকজন। তবে আহতদের সকলের নাম-পরিচয় জানা যায়নি।
সরেজমিনে জানা যায়, স্থানীয় হাফিজ উদ্দিন নামের এক বাড়িওয়ালার মেছের দেয়াল ভেঙে ফেলে পিকআপটি।
আহতদের আবির হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সকলের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
জাগো/ লাইভ