Home»   » কোস্টগার্ডের নতুন মিডিয়া উইং সদস্য রাহী মামুন

কোস্টগার্ডের নতুন মিডিয়া উইং সদস্য রাহী মামুন

ঢাকা: কোস্টগার্ডের নতুন মিডিয়া উইং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহি মামুন। ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য রাহি মামুন সকলের সহযোগিতা চেয়েছেন।

জানা গেছে, রাহী মামুন ২০১৫ সালে ৫ মার্চ কোস্টগার্ডে জয়েন্ট করেন। তিনি এর আগে মংলায় কোস্টগার্ডের মিডিয়া উইং এর দায়িত্ব পালন করেছেন। এবার কোস্টগার্ডের সদর দপ্তরে তিনি দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকজন কোস্টগার্ডের মিডিয়া উইং এর দায়িত্ব পালন করছে। এরমধ্যে কোস্টগার্ডের সাবেক মিডিয়া উইং সদস্য মিরাজ হোসেন ও ফয়সাল কোস্টগার্ডের মিডিয়া উইং এর সদস্য হিসেবে দায়িত্বরত অবস্থায় বেশ সুনাম অর্জন করেন।

 

জাগো লাইভ/কেবিসি