জাগো লাইভ২৪.কম | আপডেট: 10:15 PM, April 25, 2018
Home» » বিডিজবসের প্রধান নির্বাহী আটকের পর ছাড়া পেলেন!
বিডিজবসের প্রধান নির্বাহী আটকের পর ছাড়া পেলেন!
ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশের প্রথম চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম গণমাদ্যমকে জানান, “তার বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেইসবুক আইডি থেকে যথেষ্ট পরিমান সাক্ষ্য পাওয়া যায় নি।”
তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে তিনি জানান।
এর আগে, ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দুপুর সাড়ে বারোটার দিকে আটক করা হয়।
মি. নাজমুল বলেন, “তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে, সেগুলো এখন আমরা যাচাই-বাছাই করে দেখছি। তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা তদন্দের পরে নির্ভর করছে।
মি: মাসরুরের ফেসবুক পেইজের ইন্ট্রো বা পরিচিতি বলা হয়েছে, প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা বিডিজবস ডটকম এবং আজকের ডিল।
আজকের ডিল একটি ই-কমার্স প্রতিষ্ঠান।
ফেসবুকের কাভার ফটোতে দেখা যাচ্ছে, ষষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮ একটি অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন।
এছাড়া তার পেইজে দেখা যাচ্ছে তিনি প্রযুক্তি এবং নতুন উদ্যোগ বিষয়ক নানা ধরণের পোষ্ট করেন।
বাংলাদেশের প্রথম চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম প্রায় দেড়যুগ আগে প্রতিষ্ঠিত হয়।
সাইটটিতে প্রতিদিন ১ লক্ষ ১০ হাজার ইউনিক ভিজিটর আসেন। মাসে চার কোটি মানুষ এই সাইট ভিজিট করেন।
মিঃ মাসরুর দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিলেন।