Home»   » বাঞ্ছারামপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক-শিক্ষা সামগ্রী বিতরণ

বাঞ্ছারামপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক-শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাঞ্ছারামপুরের ফরদাবাদে ড. রওশন আলম কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর আর্থিক সংকট ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আব্দুল হালিম ।

এ সময় তিনি বলেন শিক্ষা বিষয়ক সচেতনতা বাড়ানো, সমাজের সচ্ছল ও শিক্ষানুরাগী শ্রেণীকে এ ধরনের কাজে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়া উৎসাহিত করতে জীর্ণ ও পুরাতন লাইব্রেরীগুলিকে সংস্কার করা, প্রয়োজনীয় নতুন বই সংগ্রহে উৎসাহিত করা, স্থানীয় প্রতিষ্ঠিত ও আর্থিক সচ্ছল শিক্ষানুরাগীদেরকে এ কাজে সংযুক্ত করা সময়ের দাবি। মোবাইল প্রযুক্তি ও নেশার কারণে পিছিয়ে পড়া ছাত্রসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে বই নিয়ে কাজ করতে হবে।

অনেক হৃদয়বান মানুষ নানাভাবে সমাজের জন্য অর্থ ব্যয় করে, অনুসন্ধান করে তাদের সহযোগিতাকে বইয়ের পেছনে সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দিত হয় এবং আগামী দিনে ভালো কিছু করার ও স্বপ্ন দেখার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করে।

সংক্ষিপ্ত মতবিনিময়ে এডভোকেট মীর হালিম বলেন, বই হল অতীত ও ভবিষ্যতের মেলবন্ধন, সভ্যতার রক্ষাকবচ। বইয়ের মাধ্যমে অতীতকে জানা যায় যা ভবিষ্যতের ভিত রচনা করে।

এভাবেই সভ্যতার নিদর্শন টিকে থাকে যুগে যুগে। বই হচ্ছে মস্তিষ্কের সন্তান, বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ হলো বই না পড়া।

ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বই বিতরণের এই মহতি উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের সক্ষম ও শিক্ষানুরাগী ব্যক্তিরা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।

এতে শিক্ষার হার বাড়বে ও সমাজ আলোকিত হবে। সমাজের বহু সংখ্যক মানুষ এ ধরনের মহতি কাজে যুক্ত হোক তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

কলেজের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ কাইয়ুম খান, মোহাম্মদ মাইনুদ্দিন, ফরদাবাদের প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুস সাত্তার সরকার, চরলহনিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুল করিম, আব্দুর রহিম সরকার, আবুল খায়ের, সাবেক মেম্বার ইব্রাহিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।