জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:48 AM, June 21, 2020
Home» » পদোন্নতি পেয়েই যশোর পুলিশের গুরুত্বপর্ণ দায়িত্বে সুপার রেশমা শারমিন
পদোন্নতি পেয়েই যশোর পুলিশের গুরুত্বপর্ণ দায়িত্বে সুপার রেশমা শারমিন
যশোর: পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পেয়েছেন যশোরের পুলিশের যোগ্য অফিসার পরিচতি মুখ রেশমা শারমিন। এতোদিন রেশমা শারমিন সিআইডি যশোর জোনের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
গত বৃহস্পতিবার এসপি হিসাবে পদোন্নতি লাভের পর যশোর পিবিআইয়ে পোস্টিং হয়েছে পুলিশের এই কর্মকর্তা। কিছু দিনের মধ্যে তিনি দায়িত্ব বুঝে দিয়ে নিজ দায়িত্ব গ্রহণ করবেন।
রেশমা শারমিন চার বছর ধরে যশোর সিআইডির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি যশোরে ছিলেন। যশোরেও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
যানা যায়, পুলিশের এই কর্মকর্তা যশোর পুলিশের মুখপাত্র ছিলেন। তিনি সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। যে কারণে পুলিশে অনেক সুনাম করেছেন তিনি।
পিবিআই এর বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে পিবিআইর দায়িত্ব এখন থেকে পুলিশ সুপার পদমর্যাদার অফিসার দায়িত্ব পালন করবেন। যার ফলে তাকে ওই স্থান থেকে সরে যেতে হবে। সরকারিভাবে তাকে যেখানে বদলি করা হবে তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, এখন থেকে পিবিআই যশোরের দায়িত্ব পালন করবেন নতুন পুলিশ সুপার রেশমা শারমিন।
এই বিষয়ে রেশমা শারমিন জানিয়েছেন, এবার তিনি পুলিশ সুপার হিসাবে পিবিআই এর দায়িত্ব পালন করবেন। যে কোনো সময়ে তাকে ওই বিভাগে যোগদান করতে হবে।
পিবিআই পুলিশের একটি দায়িত্বশীল বিভাগ তিনি যথেষ্ঠ দায়িত্ব নিয়ে কাজ করবেন এজন্য রেশমা শারমিন সকলের সহযোগিতা চেয়েছেন।
পদোন্নতির পর যশোরের এমন গুরুত্বর্পণ দায়িত্ব দেবার জন্য তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি মহোদয়সহ সকল সিনিয়র স্যারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
জাগো লাইভ/কেবিসি