জাগো লাইভ২৪.কম | আপডেট: 5:57 PM, June 25, 2020
Home» » কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, গরীব ও দুস্থ পরিবারের পাশে
কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, গরীব ও দুস্থ পরিবারের পাশে
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ২৩ জুন স›দ্বীপ থানার আওতাধীন রহমতপুর, হারামিয়া, মুছাপুর ও আজিমপুর ইউনিয়নের গরীব ও দুঃস্থ পরিবার এর মাঝে ১৩০০ পিস শাড়ী, ৩০০ পিস লুঙ্গি ও ১০০ পিস থ্রি-পিস বিতরণ করেছেন।
কোস্টগার্ডের মিডিয়া উইং সদস্য রাহী মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বস্ত্র সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ, চট্টগ্রাম এর কোষাধ্যক্ষ লেঃ এম মহিউদ্দিন, (এসডি),(কম) বিএন।
এছাড়া অদ্য ২৫ জুন ২০২০ কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুঃস্থ পরিবার এর মাঝে ২০০ পিস শাড়ী, ১০০ পিস লুঙ্গি ও ৫০ পিস থ্রি-পিস বিতরণ করা হয়।
উল্লেখ্য উক্ত বস্ত্র সামগ্রী সমূহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কোস্ট গার্ডকে সরবরাহ করেছে।
এ বিষয়ে কোস্টগার্ডের লেঃ কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) এম হায়াত ইবনে সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গত ২০ মে হতে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের প্রভাবে উপক‚লীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি বলেন, ভবিষ্যতেও কোস্টগার্ডের এরূপ সহয়তা কার্যক্রম অব্যহত থাকবে।
জাগো লাইভ/কেবিসি