জাগো লাইভ২৪.কম | আপডেট: 1:05 PM, July 10, 2021
Home» » সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা
সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা
ধর্ম: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রবিবার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২১ জুলাই। শুক্রবার (৯ জুলাই) সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই বুধবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা উদযাপিত হয়।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।