জাগো লাইভ২৪.কম | আপডেট: 4:08 PM, July 7, 2018
Home» » আজ ছাত্রলীগের সৌরভ এর জন্ম দিন
আজ ছাত্রলীগের সৌরভ এর জন্ম দিন
ঢাবি প্রতিনিধি: আজ শওকত ওসমান খাঁনসূর সৌরভ এর শুভ জন্ম দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি তার ফেসবুকে লিখেছেন, “ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ও ছাত্রলীগের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগ।” এই প্রিয় মানুষটির আজ জন্ম দিন।
মেহেদী জানান, “আমার এই প্রিয় মানুষটির জন্মদিনে তাকে অনেক অনেক অভিন্দন।”
মেহেদী তার ফেসবুকে লিখেছেন, “হলে উঠার পরেই জানতে পারলাম আমাদের ইয়ারের ছোটা ডন নামের একজন বন্ধু আছে। যে রাতের বেলাতেও সানগ্লাস আর লম্বা গাউনের জ্যাকেট পরে হলের ভিতর এখানে সেখানে ঘুরে বেড়াত।
তারপর একসাথে অনেকদিন একই রুমে থাকা হয়েছে, অনেককিছুই শিখেছি তার কাছ থেকে। আমরা যখনই কোন জায়গায় বিপদে পড়তাম তখনই ছোটা ডন কে ফোন দিলেই সেখানে সে হাজির “। সে আসা মাত্রই সাহস আরো বহুগুণ বেড়ে যেত, আর বিপদও কেটে যেত।”
সেই ছোটা ডন আমাদেরই অত্যন্ত প্রিয়মুখ শওকত ওসমান খাঁনসূর সৌরভ। জন্মদিনে তোমায় নিরন্তর শুভেচ্ছা। তুমিই আমার প্রেরণা বন্ধু।
ফেসবুকে মেহেদীর বন্ধুরা অনেক তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সঙ্গে আমাদের পরিবারের পক্ষ থেকেও শওকত ওসমান খাঁনসূর সৌরভকে জন্ম দিনের শুভেচ্ছা। শুভ কামনা রইলো সৌরভ।
জাগো লাইভ/কেবিসি