Home»   » ডেঙ্গু জ্বরে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন (২৫)। শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাধীন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

স্বাধীনের ঘনিষ্ঠ বন্ধু তরিকুল ইসলাম জানান, ফিরোজ গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।