জাগো লাইভ২৪.কম | আপডেট: 6:31 PM, March 29, 2020
Home» » করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করলেন ট্রাফিক সার্জেন্ট ইমাম
করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করলেন ট্রাফিক সার্জেন্ট ইমাম
ঢাকা: ট্রাফিক পুলিশের সার্জেন্ট (শাহবাগ জোন) জাফর ইমাম ডিউটির পাশাপাশি দিনমজুরি রিকশাচালক ও পথ মানুষের মাঝে সাধ্যমত মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
আজ শাহবাগ মোড়ে সরোজমিনে দেখা যায় তিনি ডিউটিরত অবস্থায় পথচারীদের মাঝে করোর ভাইরাস সম্পর্কে সচেতন করেন।
এসময় দেখা গেছে, যারা মাস্ক ব্যবহার না করে চলাফেরা করছে তাদের কে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা মাস্ক ও স্যানিটাইজার প্রদান করছেন।
এ সচেতনমূলক কার্যক্রমের সময় সাধারণ মানুষকে জাফর ইমাম বলেন, আপনারা ঘরে থাকুন খুব প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে ঘরে আলাদা থাকুন এবং বাইরে থেকে ঘরে যাওয়ার পর সাবান দিয়ে ভালোভাবে সময় নিয়ে হাত ধোবেন। পাক পরিষ্কার থাকবেন তাহলে কিছুটা এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।
তিনি বলেন, সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রণের যে পদক্ষেপ নিয়েছে সেটি আপনার মেনে চলুন এবং আমাদের শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না।
জানা গেছে, ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা ডিউটি চলাকালীন সময়ে আগে থেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন শ্রেণীর মানুষকে সচেতন করে আসছেন এবং করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সামান্য কিছু সরঞ্জাম মানুষের মাঝে নিজ অর্থে বিতরণ করছেন।
এ সময় তিনি শাহবাগ মোড়ের ফ্লাগ ম্যানকে ও (প্রতিবন্ধী) একটি মাস্ক দেন। ফ্লাগ ম্যান মাস্ক পেয়ে বলেন আমি এখানে আছি এবং থাকব। করোনা বুঝিনা বোঝার দরকার ও নাই।
এ বিষয়ে কথা হয় গফুর মিয়ার সঙ্গে (৫০) তিনি বলেন, কি করব স্যার পেটের দায়ে বাইরে আসি। আমরা তো আর খাবার-দাবার মজুদ করতে পারি নাই। বাইরে না বের হলে আয়-রোজগার না করতে পারলে পরিবারকে কি দিমু আমি কি খামু।
কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় থাকা ভাসমান মানুষ জীবনের সঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকে সারাজীবন রাস্তায় মানুষ হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি। আল্লাহ কপালে যদি মৃত্যু লিখে থাকে, তাহলে মৃত্যু হবে।
জাগো লাইভ/কেবিসি