জাগো লাইভ২৪.কম | আপডেট: 4:11 AM, June 20, 2020
Home» » ইউনিসেফের ডা. ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ
ইউনিসেফের ডা. ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ
নিউজ ডেস্ক: ইউনিসেফের মেডিকেল অফিসার ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ। ফারজানা নীলা করোনা ভাইরাস সংকটকালে একজন প্রথম সারির (চিকিৎসক) সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরুই প্রথম সারিতে থেকে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সাউথ সিটি কর্পোরেশন জোন-৪ এ মেডিকেল অফিসার হিসেবে কর্ম।রত।
ফারজানা লীলার জন্মদিনে জাগো লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন ফারজানা নীলা রহমানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
জানা যায়, ফারজানার নীলা রহমানের স্বামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের মানুষের কাছে জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত।
তার স্বামীর নাম আলহাজ্ব হাসিবুর রহমান মানিক তিনি নিজেকে সবসময় জনসেবায় নিয়োজিত রাখতে পছন্দ করেন।
ফারজানা নীলা রহমান ও হাসিবুর রহমান মানিক এর দাম্পত্য জীবনে তারা খুব সুখী। তারা দুইজনেই মানুষের সেবা করতে পারলে বেশি আনন্দিত হন।
তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে।
জাগো লাইভ/কেবিসি