জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:19 AM, November 28, 2018
Home» » ইফতেখার ইসলামের জন্ম
ইফতেখার ইসলামের জন্ম
ঢাকা: আজ ডেমরা জনের সিনিয়র এসি ইফতেখার ইসলামের জন্ম দিন, তার জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে, তাদের মধ্যে জন্ম দিনে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ তার ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন সেটি নিচে তুরে ধরা হলো।
একজন সফল পুলিশ অফিসার, সফল অভিভাবক, সর্ব বিষয়ে সফল মানুষ সিনিয়র এসি ইফতেখার স্যার।
বেশ কিছু দিন যাবত খুব কাছ থেকে দেখা অতীব সৎ, নির্ভীক, ধার্মিক, পরিশ্রমী এই মানুষটার প্রতিটা কাজ খুব গোছালো।
রুটিন মাফিক জীবন যাপনে অভ্যস্ত সরল মনের মানুষটা অসহায় মানুষের প্রতি যতটা নিবেদিত প্রাণ, অপরাধীদের প্রতি ঠিক তার বিপরিত পরিমানই কঠোর।
সর্ববিষয়ে অসাধারন গুনাবলীর অধিকারী ইফতেখার স্যারের আজ জন্মদিন। বরাবরের মত শুভ হোক আগামীর পথচলা। বেঁচে থাকবেন এভাবেই, আজীবন গেথে থাকবেন মানুষের হৃদয়ে।
এসি ইফতেখার ইসলামের জন্ম দিনে জাগো লাইভ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইলো।
জাগো লাইভ/কেবিসি