জাগো লাইভ২৪.কম | আপডেট: 2:16 PM, June 28, 2021
Home» » সর্বাত্মক লকডাউনের কারণে চড়া রাজধানীর কাঁচাবাজার
সর্বাত্মক লকডাউনের কারণে চড়া রাজধানীর কাঁচাবাজার
ঢাকা; রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম বাড়ছে। দেশজুড়ে সর্বাত্মক লকডাউন কার্যকর হওয়ার আগেই বিক্রেতারা পরিবহণ সংকটের অজুহাত তুলছেন।
সবজির প্রকারভেদে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে হবে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। মাছ এবং মাংসও চড়া দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে ৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ৩০ টাকার পেপের দাম ৪০ টাকা। এছাড়া, বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দাম বেড়েছে আলু, টমেটো শসাসহ প্রায় সব সবজিরই।
গরুর মাংস গত দুদিন আগে ৫৮০ টাকায় বিক্রি হলেও আজ এর দাম ৬০০ টাকা। বেড়েছে মাছের দামও। চাষের মাছ কেজিতে ৩০-৫০ টাকা এবং দেশি মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকার ওপরে।
বিক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষনা আসার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পন্যবাহী ট্রাক আসা কমেছে। ফলে দাম বাড়ছে।