Home»   » মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক

মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক

ঢাকাঃ অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ ( HSC, SSC ) অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক।

 

এই বিষয়ে অয়ন ও অর্কনের বাবা পুলিশের স্বনাধন্য অতিঃ ডিআইজি শেখ নাজমুল আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তার ফেসবুক ফ্রেন্ডরা অয়ন ও অর্ককে বিভিন্ন ভাবে অভিনন্দন জানিয়েছেন।

 

নিচে সেটি তুলে ধরা হলো:

Sheikh Saiful Islam লিখেছেন যেমন বাবা ,তেমন ছেলে দেয়া করি জেন অনেক বড় হয়।

Jamiul Ahasan Shipu লিখেছেন অভিনন্দন। এক একজন বিভিন্ন ভাবে তাদেরকে সংবর্ধনা স্বীকৃতি জানিয়েছেন।

অয়ন ও অর্ক এর বাবা শেখ নাজমুল আলম

অতিঃ ডিআইজি শেখ নাজমুল আলম তার ফেসবুকে লিখেছিলেন অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ ( HSC, SSC ) অনুষ্ঠানে অয়ন ও অর্ক।

 

অয়ন ও অর্ক আমাদের জাগো লাইভ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানায়।

জাগো লাইভ/বাল/আই