জাগো লাইভ২৪.কম | আপডেট: 12:28 AM, December 12, 2018
Home» » মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক
মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক
ঢাকাঃ অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ ( HSC, SSC ) অনুষ্ঠানে পুরষ্কার পেয়েছেন অয়ন ও অর্ক।
এই বিষয়ে অয়ন ও অর্কনের বাবা পুলিশের স্বনাধন্য অতিঃ ডিআইজি শেখ নাজমুল আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তার ফেসবুক ফ্রেন্ডরা অয়ন ও অর্ককে বিভিন্ন ভাবে অভিনন্দন জানিয়েছেন।
নিচে সেটি তুলে ধরা হলো:
Sheikh Saiful Islam লিখেছেন যেমন বাবা ,তেমন ছেলে দেয়া করি জেন অনেক বড় হয়।
Jamiul Ahasan Shipu লিখেছেন অভিনন্দন। এক একজন বিভিন্ন ভাবে তাদেরকে সংবর্ধনা স্বীকৃতি জানিয়েছেন।
অতিঃ ডিআইজি শেখ নাজমুল আলম তার ফেসবুকে লিখেছিলেন অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত মেধাবী সন্তান সংবর্ধনা ২০১৮ ( HSC, SSC ) অনুষ্ঠানে অয়ন ও অর্ক।
অয়ন ও অর্ক আমাদের জাগো লাইভ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানায়।
জাগো লাইভ/বাল/আই