Home»   » কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করছেন সিকদার বুটিকস হাউজ

কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করছেন সিকদার বুটিকস হাউজ

মো. ওমর ফারুক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় সরকারি নির্দেশনা মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে শিকদার বুটিকস হাউজ। পিপিই পরিধান করে সামাজিক দুরত্ব নিশ্চিত, তাপমাত্রা মাপার যন্ত্র দিয়ে ক্রেতাদের শরীরে পরিক্ষার মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে শপিংমলের অভ্যন্তরে।

প্রত্যেক ক্রেতাকে গেটে দাড় করিয়ে হ্যান্ডস্যানেটাইজার দিয়ে বাধ্যতামূলক হাত না ধুয়ে ভিতরে প্রবেশে নিশেধাজ্ঞা জারি করেছেন কতৃপক্ষ। আর এতে করোনার চলোমান প্রকোপ থেকে রক্ষায় কিছুটা হলেও নিরাপদ কেনাকাটায় ভরসা পাচ্ছেন ক্রেতারা।

সরেজমিনে ঘুরে দেখা যায় সরকারী নির্দেশনার পর কলাপাড়া পৌর শহরের সিংহভাগ বিপনি বিতানগুলোতে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করলেও স্বাস্থ্যবিধি মানছেননা অনেকেই। তবে আর এসব দোকানে অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদিও বিক্রেতারা বলছেন, সব ধরনের তারা তাদের ।

এদিকে ক্রেতাদের মধ্যে করোনা আতঙ্ক থাকলেও থেমে নেই তাদের কেনাকাটা। কলাপাড়ায় পৌরশহরসহ উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি নির্দেশনা মেনেই খোলা হয়েছে অধিকাংশ দোকানপাট। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোয় বেচাকেনা।

রোজার ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানসহ গার্মেন্টস, কসমেটিক্স, জুতার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ভীর দেখা গেছে বিভিন্ন ইলেক্ট্রনিক্সের দোকানেও। কোথাও মানা হচ্ছে সামাজিক দূরত্ব। এছাড়া বিশেষ করে ফুটপাতের দোকানগুলোয় প্রচন্ড-ভিড় থাকায় সেখানেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

বর্তমান ফ্যাশন মালিক রেহান উদ্দিন বলেন, করোনার কারনে দীর্ঘ সময় লকডাউন থাকায় তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ঈদকে সামনে রেখে সরকার দোকান খোলার অনুমতি দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের কেনা কাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শিকদার বুটিকস হাউজ’র স্বত্বাধিকারী মো. ফিরোজ শিকদার বলেন, সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্য সুরক্ষার তাপমাত্রা মাপার যন্ত্র, পিপিই ব্যবহার করে তিনি দোকান পরিচালনা করছেন। দোকানের সকল বিক্রয় প্রতিনিধিরা মুখে মাস্ক পড়ে ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বার বার অনুরোধ করছেন।

এছাড়া সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করার জন্য দোকানে বিলিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মো.শহিদুল হক বলেন, নাগরিকদের স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চেতে মাঠে কাজ করছে পুলিশ। খুলে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে সবোর্চ্চ তদারকি করা হচ্ছে।

 

জাগো লাইভ/কেবিসি