Home»   » চুনারুঘাটে ধান মরে যাওয়ায় কৃষকের হতাশা

চুনারুঘাটে ধান মরে যাওয়ায় কৃষকের হতাশা

ফরিদ উদ্দিন মাসউদ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নে কৃষকদের ধান মরে যাওয়ায় তারা হতাশায় রয়েছেন।

 

আজ সাটিয়াজুরীর ইউনিয়নের কৃষক আঃ মালেক এ হতাশা প্রকাশ করেন।

 

কৃষক আঃ মালেক বলেন, আমার সবগুলো ধান পাকা যাওয়ার সময় মরে গেছে আমার পরিবারের সাতজন সদস্য আমি এখন পরিবারনিয়ে কিভাবে চলবো।

 

তিনি আরো বলেন,   আমার হবিগঞ্জ চুনারুঘাট এলাকার কোন সরকারি সহায়তা পাইনি। আমি বার বার স্থানীয় প্রতিনিধিদের কাছে গিয়ে ও কোন আশা ভরসা পাই নি এ বিষয়ে গণমাধ্যমের কাছে সরকারের সহযোগিতা চান তিনি।

 

জাগো লাইভ/আ/কে