Home»   » চুনারুঘাট বাজারে কৃষকের মাথায় হাত

চুনারুঘাট বাজারে কৃষকের মাথায় হাত

ফরিদ উদ্দিন মাসউদ হবিগঞ্জ: চুনারুঘাট বাজারে মোঃ সুরত আলী (৩৫) তার মাথায় হাত বুলিয়ে বসে আছেন তাকে জিজ্ঞেস করা হলো এভাবে বসে আছ কেন? জবাবে ঐ কৃষক বলে আমি দুই ঘন্টা যাবত এখানে বসে আছি কোন ক্রেতা আমার নিকট আসে নাই।

 

আজ সকালে দেখা যায় এসব দৃশ্য হবিগঞ্জ চুনারুঘাট বাজারে দেখা গেছে।

 

ঐই ব্যাক্তিকে আবার প্রশ্ন করা হলো কোন ক্রেতা আপনার নিকট আসে না তখন সে বললো, লকডাউন তাকায় লোকজন আসতে চায় না। সব বন্ধ এজন্য আমাদের ব্যবসা বানিজ্য করতে হিমসিম খেতে হয়।

 

তিনি আরো বলেন, আগে আমি দুই থেকে চার মন সাক সবজি বিক্রি করতে পেরেছি এখন আগের তুলনায় অনেক কম। আমাদের জীবন যাপন করতে অনেক কষ্ট করতে হইতেছে।

 

জাগো লাইভ/কেবিসি