Home»   » বৃষ্টিতে চুনারুঘাটের কৃষকের ধান পানির নিচে

বৃষ্টিতে চুনারুঘাটের কৃষকের ধান পানির নিচে

ফরিদ উদ্দিন মাসউদ : চুনারুঘাট ৮নং সাটিয়াজুরীর ইউনিয়নের অন্তর্গত আঠালিয়া শাহপুরের বিশাল ধানের ক্ষেত পানির নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে।

 

কৃষক মাজেদ মিয়া হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন, আমরা কৃষক অনেক আতংকে দিন কাটাচ্ছি এই ব্যুরো ধানই আমাদের সম্বল। আমরা যদি পাকা ধান কেটে বাড়িতে না নিতে পারি তাহলে আমাদের চলা মুশকিল হয়ে দাঁড়িয়ে যাবে।

 

এসময় হবিগঞ্জ প্রতিনিধি মাজেদকে বলেন. বৃষ্টি হতেই ধান ডুবে যাওয়ার কারন কি? তখন ঐ কৃষক বলেন, ভালভাবে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা। তিনি সরকারের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চান।